Sunday, 2 December 2018

Environmental Studies (EVS) MCQ Qustion for WBTET


1. প্রাকৃতিক পরিবেশে ভারসাম্য বজায় রাখার জন্য ––
(a) শিক্ষকের পাঠদান পদ্ধতি উন্নত হওয়া প্রয়োজন
(b) পরিবেশবিদ্যা বিষয়টিকে পাঠক্রমের অন্তর্ভুক্ত করা
(c) প্রাকৃতিক পরিবেশকে সুন্দর ও স্বাস্থ্যকর করে তোলার উপযোগী পাঠদান করা
(d)পরিবেশবিদ্যা বিষয়টিকে পাঠক্রমের অন্তর্ভুক্ত না করাই ভালো

2. পরিবেশ (Environment) শব্দটি এসেছে ফরাসি শব্দ––
(a) Environ থেকে             
(b) Environer থেকে   
(c) Enver থেকে                
(d) Educare থেকে
    
3. বায়োস্ফিয়ার শব্দটি প্রথম ব্যবহার করেন কে ?
(a) ল্যামার্ক           
(b) সুয়েস            
(c) ভার্নাদস্কি        
(d) হেকেল

4. বায়োস্ফিয়ার হল––
(a) বাস্তুতন্ত্রের একটি উপাদান
(b) উদ্ভিদ গঠিত মাটি
(c) মহকাশের জীবন
(d) ভৌত পরিবেশের সাথে আন্তঃক্রিয়ারত পৃথিবীর সমগ্র জীব সমষ্টি

5. কোনটি বায়ুমন্ডলের ভাগ নয় ?
(a) ট্রপোস্ফিয়ার                
(b) স্ট্র্যাটোস্ফিয়ার
(c) মেগাস্ফিয়ার                
(d) থার্মোস্ফিয়ার

6. বায়ুমন্ডলের নীচের উপাদানগুলির অধঃক্রমে অনুসারে সাজাও ––
(a) নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, কার্বন ডাই অক্সাইড
(b) আর্গন, কার্বন ডাই অক্সাইড, নিয়ন, অক্সিজেন
(c) কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, নিয়ন, আর্গন
(d) নিয়ন, অক্সিজেন, আর্গন, কার্বন ডাই অক্সাইড

7. বায়ুমন্ডলের কোন স্তরে ওজোন বর্তমান ?
(a) ট্রপোস্ফিয়ার               
(b) স্ট্র্যাটোস্ফিয়ার
(c) মেসোস্ফিয়ার               
(d) থার্মোস্ফিয়ার

8. জীবমন্ডল হল পৃথিবীর সেই অঞ্চল যেখানে জীবন অবস্থান করে। এটি কি নিয়ে গঠিত ?
1. জলমন্ডল 2. শিলামন্ডল  3. স্ট্র্যাটোস্ফিয়ার  4. ট্রোপোস্ফিয়ার
(a) 1 এবং 3                                 
(b) 1, 2 এবং  4
(c) 1   এবং 4                               
(d) 2, 3, এবং 4
9. পরিবেশ বিদ্যা হল ––
(a) পরিবেশ সম্পর্কীয় জ্ঞান অর্জন 
(b) পরিবেশ  সম্পর্কীয় দক্ষতা অর্জন
(c) a এবং b উভয়
(d) কোনটিই নয়
10. পৃথিবীর মোট জলের কত ভাগ জল মিষ্টি জল?
(a) 5%      
(b) 2.5%       
(c) 1%       
(d) 0.3%
11. পৃথিবীর মাটি ও শিলার সমন্বয়ে গঠিত স্থলভাগকে বলেঃ
(a) অয়াটমোস্ফিয়ার          
(b) হাইড্রোস্ফিয়ার
(c) লিথোস্ফিয়ার                
(d) আয়নোস্ফিয়ার
12. নীচের কোনটিকে ক্ষুব্ধমন্ডল বলে?
(a) স্ট্র্যাটোস্ফিয়ার                          
(b) ট্রোপোস্ফিয়ার 
(c) মেসোস্ফিয়ার                            
(d) এক্সোস্ফিয়ার 
13. বায়ুমন্ডলের কোন স্তরে রেডিওতরঙ্গ প্রতিফলিত হয়?
(a) স্ট্র্যাটোস্ফিয়ার                         
(b) থার্মোস্ফিয়ার 
(c) মেসোস্ফিয়ার                            
(d) এক্সোস্ফিয়ার 
14. . বায়ুমন্ডলের কোন স্তরে জেটপ্লেন চলাচল কর?
(a) স্ট্র্যাটোস্ফিয়ার                          
(b) ট্রোপোস্ফিয়ার 
(c) মেসোস্ফিয়ার                            
(d) এক্সোস্ফিয়ার 
15. রেড পান্ডা কোথায় বেশী দেখা যায় ?
(a) পূর্ব হিমালয়  
(b) পশ্চিম হিমালয়
(c) উত্তর হিমালয়
(d) মধ্য হিমালয়

Answer:-
1. (c) প্রাকৃতিক পরিবেশকে সুন্দর ও স্বাস্থ্যকর করে তোলার উপযোগী পাঠদান করা
2. (a) Environ থেকে
3. (b) সুয়েস
4. (a) ভৌত পরিবেশের সাথে আন্তঃক্রিয়ারত পৃথিবীর সমগ্র জীব সমষ্টি
5. (c) মেগাস্ফিয়ার
6. (a) নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, কার্বন ডাই অক্সাইড

7. (c) মেসোস্ফিয়ার
8. (b) 1, 2 এবং  4
9. (c) a এবং b উভয়
10. (b) 2.5%
11. (c) লিথোস্ফিয়ার
12. (b) ট্রোপোস্ফিয়ার
13. (c) মেসোস্ফিয়ার
14. (a) স্ট্র্যাটোস্ফিয়ার 

15. (a) পূর্ব হিমালয়




2 comments: