Tuesday, 11 December 2018

Number System



 Number System
অংক(Digit): আমরা যে 10 টি চিহ্ন 0,1,2,3,4,5,6,7,8,9 ব্যবহার করি কোন সংখ্যাকে প্রকাশ করতে এদের অঙ্ক বলে।
সংখ্যাগত(Numeral): একটি সংখ্যাকে চিহ্নিত করতে একদল অঙ্ক ব্যবহার করা হয় যাকে সংখ্যাগত বলে ।
যেমন একটি 689745132 সংখ্যা কে নিচের তালিকায় প্রকাশ করা হয়েছে।
কো টি
কো টি
ক্ষ্য
ক্ষ্য
হা
জা
হা
জা


6
8
9
7
4
5
1
3
2
স্বকীয় মান(Face value): অঙ্কটির নিজস্ব বা স্বকীয় মান।
যেমন উপরের numeral এর 2 এর face value = 2
             5 এর face value = 5
স্থানিয় মান(Place Value): অঙ্কটি যে স্থানে বসে সেই স্থানের যে মান পায় তাকে ঐ অঙ্কের স্থানীয় মান বলে।
যেমন উপরের Numeral এর  4 এর place value =4* =40000
1 এর place value =1* =100
               7 এর place value =7* =700000
বিভিন্নপ্রকারেরসংখ্যা(Different types of Number):
  • যুগ্ম সংখ্যা(Even Number): যে সমস্ত সংখ্যা ২ দারা বিভাজ্য তাদের যুগ্ম সংখ্যা বলে।
যেমন 2,4,6,8,12...ইত্যাদি।
  • অযুগ্ম সংখ্যা(Odd Number): যে সমস্ত সংখ্যা ২ দারা বিভাজ্য নয়, তাদের অযুগ্ম সংখ্যা বলে।
যেমন 1,3,5,7,9...ইত্যাদি।
  • ·স্বাভাবিক সংখ্যা(Natural Number):  সকল সংখ্যা কোন কিছু গণনার জন্য আমারা ব্যাবহার করি তাদের স্বাভাবিক সংখ্যা বোলে।   
 যেমন1,2,3,4,5,6...ইত্যাদি।
  •  অখন্ড সংখ্যা(Whole Number): স্বাভাবিক সংখ্যার দলে শূন্য রাকলে সেটকে অখন্ড  সংখ্যা বোলে।
           যেমন0,1,2,3,4,5,6,...ইত্যাদি।
  • ·পূর্ণ সংখ্যা(Integers): অখন্ড সংখ্যার দল ও ঋণাত্বক সংখ্যার দলকে একত্রে পূর্ণ সংখ্যা বোলে।
             যেমন -5,-4,-3,-2,-1,0,1,2,3,4,5...ইত্যাদি।
  • ণাত্বক পূর্ণ সংখ্যা(Positive Integers): শূন্য অপেক্ষা বড় পূর্ণ সংখ্যাকে ধণাত্বক পূর্ণ সংখ্যা বলে।
        যেমন 1,2,3,4,5,...ইত্যাদি।
  • ঋণাত্বক পূর্ণ সংখ্যা(Negative Integers):  শূন্য অপেক্ষা ছোট পূর্ণ সংখ্যাকে ঋণাত্বক পূর্ণ সংখ্যা বলে।
যেমন -5,-4,-3,-2,-1...ইত্যাদি।
  • মূলদ সংখ্যা (rational numbers): যে সমস্ত সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানেএবংq  তাদের মূলদ সংখ্যাবলে
যেমন 2/3,4/5,3/4,5 ইত্যাদি
  • অমূলদ সংখ্যা(irrational numbers): যে সমস্ত সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, যেখানেএবংq তাদের মূলদ সংখ্যাবলে
  ইত্যাদি। 


  • মৌলিকসংখ্যা (Prime Numbers): যে সংখ্যা এক ছাড়া কেবল মাত্র সেই সংখ্যা দ্বারা বিভাজ্য তাকে মৌলিক সংখ্যা বলে
যেমন 2,3,5,7,11,13...ইত্যাদি।
  • যৌগিকসংখ্যা (Composite Numbers): যে সকল সংখ্যার এক ছাড়া নূন্যত্ম একটি উৎপাদক থাকে তাকে যৌগিক সংখ্যা বলে।
যেমন 4,6,8,9,10,15...ইত্যাদি।

মৌলিকসংখ্যাসংক্রান্তকিছুগুরত্ব পূর্ণ তথ্যঃ
·         প্রথম মৌলিকসংখ্যা = 2
·         এক মাত্র যুগ্ম মৌলিকসংখ্যা = 2
·         পরপর দুটি মৌলিক সংখ্যা = 2 3
·         দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা =97
·         দুই অঙ্কের ক্ষুদ্রত্তম মৌলিক সংখ্যা =11
·         তিন অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা =997
·         তিন অঙ্কের ক্ষুদ্রত্তম মৌলিক সংখ্যা =101
·         চার অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা =9973
·         চার অঙ্কের ক্ষুদ্রত্তম মৌলিক সংখ্যা = 1009
1-500 পর্যন্ত মৌলিক সংখ্যার সংখ্যা = 95
1-1000 পর্যন্ত মৌলিক সংখ্যার সংখ্যা = 168
মৌলিক সংখ্যার সংখ্যা তালিকাঃ
Range
মৌলিক সংখ্যা
মৌলিকসংখ্যারসংখ্যা
1-50
2,3,5,7,11,13,17,19,23,29,31,37,41,
43,47
15
51-100
53,59,61,67,71,73,79,83,89,97
10
101-200
101,103,107,109,113,127,131,137,
139,149,151,157,163,167,173,179,
181,191,193,197,199
21
201-500
211,223,227,229,233,239,241,251,257,
263,269,271,277,281,283,293,307,311,
313,317,331,337,347,349,353,359,367,
373,379,383,389,397,401,409,419,421,
431,433,439,443,449,457,461,463,467,
479,487,491,499
49

দশমিক সংখ্যা (fractional Number): দশমিক ভগ্নাংশ দুই  প্রকার সসীম  দশমিক সংখ্যা এবং আবৃত দশমিক সংখ্যা
সসীম দশমিক সংখ্যাঃ যদি p/q আকারে মূলদ সংখ্যাকে দশমিক  বিস্তার করলে  সসীম দশমিক সংখ্যা পাব যদি এর  মৌলিক উৎপাদকে কেবলমাত্র 2 এবং 5 থাকে।
যেমন 9/8, 8/25 সংখ্যা গুলি সসীম দশমিক সংখ্যা
আবৃত দশমিক সংখ্যাঃ যদি p/q আকারে মূলদ সংখ্যাকে দশমিক  বিস্তার করলে  আবৃত দশমিক সংখ্যা পাব যদি এর  মৌলিক উৎপাদকে কেবলমাত্র 2 এবং 5 না থাকে।
যেমন 9/14, 8/15 সংখ্যা গুলি আবৃত  দশমিক সংখ্যা

রোমান সংখ্যার তালিকাঃ
I = 1        VII = 7     XIII = 13  XIX = 19      LXX = 70CD= 400
II = 2      VIII = 8     XIV = 14 XX = 20       XC = 90      D = 500
III = 3      IX = 9      XV = 15  XXX = 30      C = 100     DC = 600
IV = 4      X = 10     XVI = 16 XL = 40        CX = 110    DCC = 700
V = 5       XI = 11    XVII = 17                L = 50       CC = 200      CM = 900
VI = 6      XII = 12   XVIII = 18 LX = 60     CCC = 300   M = 1000
  MC = 1100 ,   MCM = 1900,  MM = 2000
*** যখন কোন রোমান চিহ্নের উপর বার থাকে তখন ইহা গুন হিসাবে ব্যবহৃত হয়।
যেমন,   
= 100*1000 =100000,  
 
 = 40*1000=40000
  

পরপর (consecutive) সংখ্যার ক্ষেত্রে কিছু টিপসঃ-
·      বৃহত্তম সংখ্যা = সংখ্যা গুলির গড় + (n-1)/2   , যেখানে n= যতগুলি সংখ্যা
·         ক্ষুদ্রতম সংখ্যা = সংখ্যা গুলির গড় - (n-1)/2  , যেখানে n= যতগুলি সংখ্যা
·         বৃহত্তম সংখ্যা - ক্ষুদ্রতম সংখ্যা =  (n-1)
·         বৃহত্তম সংখ্যা +  ক্ষুদ্রতম সংখ্যা = 2* সংখ্যা গুলির গড়
উদঃ পরপর তিনটি সংখ্যার গড় 51 হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা কত?
সমাধানঃ  বৃহত্তম সংখ্যা = 51+ (3-1)/2 = 51+1=52
                ক্ষুদ্রতম সংখ্যা = 51- (3-1)/2 = 51-1=50
পরপর যুগ্ম(even) ও অযুগ্ম (odd) সংখ্যার ক্ষেত্রে কিছু টিপসঃ-
·         বৃহত্তম সংখ্যা = সংখ্যা গুলির গড় + (n-1) , যেখানে  n= যতগুলি সংখ্যা
·         ক্ষুদ্রতম সংখ্যা = সংখ্যা গুলির গড় - (n-1)  , যেখানে  n= যতগুলি সংখ্যা
·         বৃহত্তম সংখ্যা +  ক্ষুদ্রতম সংখ্যা = 2* সংখ্যা গুলির গড়
·         বৃহত্তম সংখ্যা - ক্ষুদ্রতম সংখ্যা = 2(n-1)

0 comments:

Post a Comment