1. শ্যালক > শালা – যে ধরনের
অর্থ পরিবর্তন।
(a) অর্থ
বিস্তার
(b) অর্থ সংক্রম
(c) অর্থবিনতি
(d) অর্থ সংকোচ
2. বাতুল থেকে বাউল - যে ধরনের
অর্থ পরিবর্তন।
(a) অর্থ
বিস্তার
(b) অর্থ সংক্রম
(c) অর্থবিনতি
(d)
অর্থোন্নতি
3. পাত্র > বর - যে ধরনের অর্থ পরিবর্তন।
(a) অর্থ
বিস্তার
(b) অর্থ সংক্রম
(c) অর্থবিনতি
(d) অর্থোন্নতি
4. মীরজাফর > বিশ্বাসঘাতক -
যে ধরনের অর্থ পরিবর্তন।
(a) অর্থ
বিস্তার
(b) অর্থ সংক্রম
(c) অর্থবিনতি
(d) অর্থোন্নতি
5. ‘মন্দির’ শব্দে যে ধরনের অর্থ
পরিবর্তন ঘটেছে।
(a) অর্থবিনতি
(b) অর্থ সংক্রম
(c) অর্থ
বিস্তার
(d)
অর্থোন্নতি
6. ‘ঝি’ শব্দে যে ধরনের অর্থ
পরিবর্তন ঘটেছে।
(a) অর্থসংকোচ
(b) অর্থ সংক্রম
(c) অর্থোন্নতি
(d) অর্থবিনতি
7. ‘অন্ন’ শব্দের মূল অর্থ
খাদ্য; বর্তমান অর্থ ভাত – এটি যে ধরনের অর্থ পরিবর্তন।
(a) অর্থসংকোচ
(b) ) অর্থ বিস্তার
(c) অর্থ
সংক্রম
(d) সুভাষণ
8. ‘ইতর’ শব্দের মূল অর্থ অন্য;
বর্তমান অর্থ নিকৃষ্ট বা ছোটলোক – এটি যে
ধরনের অর্থ পরিবর্তন।
(a) অর্থসংকোচ
(b) ) অর্থ বিস্তার
(c) অর্থ
সংক্রম
(d) অর্থ সংহতি
9. ‘মৃগ’ শব্দের মূল অর্থ পশু;
বর্তমান অর্থ হরিণ – এটি যে ধরনের অর্থ
পরিবর্তন।
(a) অর্থসংকোচ
(b) ) অর্থ বিস্তার
(c) অর্থ
সংক্রম
(d) আলংকারিক প্রয়োগ
10. ‘বাড়ন্ত’ শব্দের প্রকৃত অর্থ
বর্ধমান কিন্তু নেই অর্থে প্রয়োগ হয় – এটি যে ধরনের অর্থ পরিবর্তন।
(a) অর্থসংকোচ
(b) ) অর্থ বিস্তার
(c) অর্থ
সংক্রম
(d) সুভাষণ
11. ‘যাই’ শব্দের অর্থ যাওয়া
কিন্তু প্রস্থানকালে যাওয়া অর্থে ‘আসি’ ব্যবহৃত হয়- এটি যে ধরনের অর্থ পরিবর্তন।
(a) অর্থসংকোচ
(b) ) অর্থ বিস্তার
(c) অর্থ
সংক্রম
(d) সুভাষণ
12. ‘মেথর’ শব্দের প্রকৃত অর্থ
‘মহত্তর’ কিন্তু প্রচলিত অর্থে ময়লা সাফাইকারী- এটি যে ধরনের অর্থ পরিবর্তন।
(a) অর্থসংকোচ
(b) ) অর্থ বিস্তার
(c) অর্থ
সংক্রম
(d) সুভাষণ
13. ‘ভিক্ষুক’ শব্দের অর্থ
ভিক্ষাজীবি কিন্তু কখনও বলা হয় দরিদ্রনারায়ণ – যে পরিবর্তন সাধিত হয়েছে।
(a) অর্থোন্নতি
(b) অর্থসমতি
(c) অর্থসংশশ্লেষ
(d) সুভাষণ
14. ‘সোহাগ শব্দের আদি অর্থ
‘সৌভাগ্য’ বর্তমানে আদর অর্থে প্রযুক্ত হয় -যে ধরনের অর্থ পরিবর্তন।
(a) অর্থসংকোচ
(b) অর্থ বিস্তার
(c) অর্থ
সংক্রম
(d) সুভাষণ
15. তৈল শব্দের মূল অর্থ তিলের
নির্যাস কিন্তু এখন যে কোন স্নেহজাতীয় বীজের নির্যাসকে বোঝায়- এটি যে ধরনের অর্থ
পরিবর্তন।
(a) অর্থসংকোচ
(b) অর্থ বিস্তার
(c) অর্থ
সংক্রম
(d) সুভাষণ
16. ‘সবজি’ শব্দের মূল অর্থ সবুজ
রঙের তরকারী কিন্তু এখন আলু পেঁয়াজ যে কোন রঙের তরকারীকে বোঝায় -এটি যে ধরনের অর্থ
পরিবর্তন।
(a) অর্থসংকোচ
(b) অর্থ বিস্তার
(c) অর্থসংশশ্লেষ
(d) সুভাষণ
17. ‘ঘড়ি’ শব্দের মূল অর্থ ছোট
ঘড়া কিন্তু বর্তমানে সময়মাপক যন্ত্র - -এটি যে ধরনের অর্থ পরিবর্তন।
(a) অর্থসংকোচ
(b) অর্থ বিস্তার
(c) অর্থসংশশ্লেষ
(d) সুভাষণ
18. ‘বিবাহ’ শব্দের মূল অর্থ
বিশেষভাবে বহন কিন্তু বর্তমানে পরিণয় বোঝায়- -এটি যে ধরনের অর্থ পরিবর্তন।
(a) অর্থসংকোচ
(b) অর্থ বিস্তার
(c) অর্থসংশশ্লেষ
(d) সুভাষণ
19. ‘নাছদুয়ার’ শব্দের মূল অর্থ
প্রশস্থ দরজা কিন্তু বর্তমানে তা খিরকির দরজা – এখানে যা জাতীয় অর্থের পরিবর্তন
ঘটেছে।
(a) অর্থ বিস্তার
(b) অর্থসংকোচ
(c) অর্থসংশশ্লেষ
(d) সুভাষণ
0 comments:
Post a Comment