Sunday 23 December 2018

Environment Science MCQ question




1.  ঘর্মগ্রন্থি ত্বকের কোন স্তরে থাকে ?
(a) এপিডারমিস   
(b) ডারমিস  
(c) হাইপোডারমিস  
(d) হাইপারডারমিস
2. মানুষের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা হল ––
(a) 1                  
(b) 2                  
(c) 3                  
(d) 4
3. নীচের কোন রোগটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ ?
(a) চিকেন পক্স   
(b) কলেরা   
(c) পোলিও   
(d)  মাম্পস
4. ভারতে DTP টিকাকরণ যে তিনটি রোগ প্রতিরোধের জন্য সেগুলি হল–-
(a) ডিপথেরিয়া, টিউবারকুলোসিস, পোলিওমাইলাইটিস
(b) ডিপথেরিয়া, টিউবারকুলোসিস, পার্টুসিস
(c) ডিপথেরিয়া, টিটেনাস, পোলিওমাইলাইটিস
(d) ডিপথেরিয়া, টিটেনাস, পার্টুসিস
5. পশ্চিমবঙ্গের যে ধরনের চাষ বেশি হয় তা হল––
(a) আউশ          
(b) আমন            
(c) বোরো   
(d) কোনোটিই নয়
6. তরল খাবারকে জীবাণু মক্ত করার জন্য পাস্তুরাইজেশন পদ্ধতির সাহায নেওয়া হয়। পাস্তুরাইজেশন হল––
(a) রান্না করা খাদ্যের জীবাণু মুক্ত করার পদ্ধতি
(b) প্যাকেটজাত তরল পদার্থের জীবাণু মুক্ত করার পদ্ধতি
(c) পানীয় জলের জীবাণুমুক্ত করার পদ্ধতি
(d) কোনোটিই নয়
7. নীচের কোন জ্বালানিটির তাপনমূল্য সবচেয়ে বেশি ?
(a) LPG      
(b) CNG   
(c) পেট্রল   
(d) ডিজেল
8. ভারতে কোন ধরনের মৃত্তিকা সবচেয়ে বেশি আছে ?
(a) পলল মৃত্তিকা     
(b) ল্যাটেরাইট মৃত্তিকা    
(c) কৃষ্ণ মৃত্তিকা  
(d) অরণ্য মৃত্তিকা
9. তেজস্ক্রিয় বিকিরণের ক্ষেত্রে নীচের কোনটি ঠিক ?
(a)  এই দূষণ বিস্তীর্ণ অঞ্চল ধরে হয়
(b) একবার বিকিরিত হলে এর প্রভাব বহুদিন থাকে
(c) এর প্রভাব নবজাতকের ও অঙ্গ বিক্ক্রিতি ঘটে
(d) এদের সকটিই
10. উত্তর ২৪ পরগণার বিভূতিভূষন বন্যপ্রাণী অভয়ারণ্য কোন প্রাণীর জন্য বিখ্যাত ?
(a) কুমির             
(b) হাতি             
(c) বিশেষ ধরনের প্রাণী   
(d) বিভিন্ন পাখি

Read More Environment Science MCQ Question

11. কেলেঘাই ও কংসাবতী নদীর মিলিত রূপের নাম হল––
(a) রূপনরায়ণ     
(b) হলদি   
(c) সুবর্ণরেখা   
(d) হুগলী 
12. পশ্চিমবঙ্গের ‘রাজ্যপুস্প’ কোনটিকে বলা হয়––
(a) টগর                          
(b) বেল  
(c) রজনীগন্ধা    
(d) শিউলি
13. মৌসুমী জলবায়ু অঞ্চলে যে বনভূমি গড়ে উটে, তা হল––
(a) চিরহরিৎ         
(b) পর্ণমোচী       
(c) সরলবর্গীয়    
(d) কোনোটিই নয় 
14. বিশ্বের গম ভান্ডার বা রুটির ঝুড়ি বলে
(a) পম্পাস  তৃণভূমি  
(b) সাভানা তৃণভূমি    
(c) স্তেপ তৃণভূমি   
(d) প্রেইরি তৃণভূমি 
15. সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে যা পরিমাপ করা হয়
(a) হৃদস্পন্দন      
(b) রক্তচাপ   
(c) ভূমিকম্পের তীব্রতা    
(d) ভূমিকম্পের উতসস্থলের গভীরতা 
16. তাজমহলের শ্বেতপাথর হলদে হয়ে যাওয়ার কারণ––
(a) SO2               
(b) NO2             
(c) CO2               
(d) N2O
17. ‘রায়বেঁশে নৃত্য’ কোন জেলার সংস্কৃতি ?
(a) কলকাতা    
(b) বাঁকুড়া    
(c) হুগলী      
(d) বীরভূম 
18. স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন –––
(a) ভীমরাও রামজি আম্বেদকর
(b) মৌলানা আবুল কালাম আজাদ
(c) জহরলাল নেহেরু
(d) মোহনদাস করমচাঁদ গান্ধী 
19. বাসক পাতার নির্যাসে নীচের কোন ধরনের অসুখ সারাতে ব্যবহার অরা হয় ?
(a) কলেরা    
(b) টিটেনাস    
(c) সর্দি ও কাশি    
(d) ম্যালেরিয়া
20. ভারতের কোন রাজ্যে বাল্যবিবাহের হার বেশি ?
(a) পশ্চিমবঙ্গ     
(b) বিহার   
(c) ঝাড়খন্ড   
(d) উত্তররদেশ
21. ভারতীয় রেল প্রথম যাত্রা শুরু করে কোন সালে ?
(a) 1845 সালে   
(b) 1875 সালে  
(c) 1853 সালে   
(d) 1872 সালে
22. গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড হল একটি জাতীয় সড়ক, যার নম্বর––
(a) NH-6                        
(b) NH-3           
(c) NH-2                         
(d) NH-5
23. পৃথিবীর নিকটতম গ্রহ হল––
(a) মঙ্গল            
(b) বুধ                             
(c) শুক্র            
(d) প্লুটো 
24. হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে যা পরিমাপ করা হয়––
(a) বাতাসে হাইড্রোজেনের পরিমাণ 
(b) বায়ুর আর্দ্রতা
(c) বাতাসের উষ্ণতা
(d) উচ্চতার পরিপ্রেক্ষিতে তাপমাত্রার পরিবর্তন
25. গঙ্গা অ্যাকশন প্ল্যান ( GAP) কর্মসূচি নেওয়া হয় যে সালে ––
(a) 1980                         
(b) 1984                         
(c) 1986             
(d) 1990
26. পরিবেশ শিক্ষার ক্লাসে ব্ল্যাকবোর্ডে লেখার সময় কোন বিষয়টি অধিক গুরুত্বপূর্ণ––
(a) বড়ো, স্পষ্ট লেখা           
(b) লেখার স্পষ্টতা 
(c) ছোটো আকারের লেখা 
(d) কোনোটিই  নয়
27. সমন্বিত শিক্ষার সাফল্য নির্ভর করে––
(a) শিক্ষক শিক্ষিকাদের মনোভাব পরিবর্তনের ওপর 
(b) শিক্ষ্ণ-শিখণ উপাদানের উচ্চ গুণমানের ওপর
(c) পাঠ্যপুস্তকের চরম উতকর্ষের ওপর
(d) সমাজের সমর্থনের ওপর
28. একজন পরিবেশ শিক্ষকের হওয়া উচিৎ––
(a) অধ্যাবসায়শীল   
(b) সময়নিষ্ঠ   
(c) সৎ   
(d) কর্তব্যপরায়ণ
29. যদি পরিবেশ শিক্ষার ক্লাসে কোন ছাত্র বা ছাত্রী আপনাকে কোন প্রকার সম্মান প্রদর্শ্ন না করে, তখন আপনি––
(a) তাকে তিরস্কার করবেন
(b) তার পিতামাতার সঙ্গে কথা বলবেন
(c) তাকে এড়িয়ে চলবেন
(d) তাকে পরীক্ষায় কম নম্বর দেবেন
30. একজন শিক্ষক বা শিক্ষিকা ‘পরিবেশ শিক্ষা’ বিষয়ে ক্লাস টেস্ট নেওয়ার জন্য কী ধরনের প্রষন নির্বাচন করবেন ?
(a) নৈর্ব্যক্তিক প্রশ্ন   
(b) সংক্ষিপ্ত প্রশ্ন   
(c) রচনাধর্মী প্রশ্ন   
(d) a b দুটিই 



Answer :-

1. (b) ডারমিস
2.  (d) 4 
3.  (b) কলেরা 
4.  (d) ডিপথেরিয়া, টিটেনাস, পার্টুসিস 
5.  (b) আমন 
6.  (b) প্যাকেটজাত তরল পদার্থের জীবাণু মুক্ত করার পদ্ধতি 
7.  (b) CNG   
8.  (a) পলল মৃত্তিকা 
9.  (d) এদের সকটিই 
10. (d) বিভিন্ন পাখি 
11. (b) হলদি    
12. (d) শিউলি 
13. (b) পর্ণমোচী 
14. (d) প্রেইরি তৃণভূমি 
15. (c) ভূমিকম্পের তীব্রতা    
16. (a) SO2 
17. (d) বীরভূম 
18. (b) মৌলানা আবুল কালাম আজাদ 
19. (c) সর্দি ও কাশি  
20. (c) ঝাড়খন্ড      
21. (c) 1853 সালে   
22. (c) NH-2 
23. (c) শুক্র     
24.  (b) বায়ুর আর্দ্রতা  
25.  (c) 1986 
26.  (a) বড়ো, স্পষ্ট লেখা

27. (b) শিক্ষ্ণ-শিখণ উপাদানের উচ্চ গুণমানের ওপর
28. (d) কর্তব্যপরায়ণ
29. (c) তাকে এড়িয়ে চলবেন 
30. (d) a b দুটিই
 


 

5 comments: